
প্রকাশিত: Wed, Mar 22, 2023 3:57 AM আপডেট: Tue, Apr 29, 2025 5:23 AM
চীনা তাইপেকে হারিয়ে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়
সাঈদুর রহমান: ফেবারিটদের মতো খেলেই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জিতল বাংলাদেশ। তিনটি লোনাসহ ফাইনালে চীনা তাইপেকে বাংলাদেশ হারিয়েছে ৪২-২৮ পয়েন্টে। এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়। টুর্নামেন্টের শুরু থেকেই যেন একই ছন্দে খেলেছে বাংলাদেশ। ফাইনালে উঠেছে ৭ ম্যাচে অপরাজিত থেকে। ফাইনালে শুরুর দিকে অবশ্য চীনা তাইপে সমানে সমান লড়েছে বাংলাদেশের সঙ্গে। ম্যাচের একটা পর্যায়ে চীনা তাইপের পয়েন্ট ছিল ৯, বাংলাদেশের ৮। তবে সময় যত গড়িয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা যেন আরও উজ্জীবিত হয়ে খেলেছে। একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকেন তুহিন তরফদার, আরদুজ্জামান মুন্সীরা। বাংলাদেশ দল ২০-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচের বিরতিতে হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ পুলিশ দলের সদস্যরা নাচের সঙ্গে তুলে ধরেন চীনা তাইপের সংস্কৃতি। এছাড়াও বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে গান-ও পৃথিবী এবার এসে বাংলাদেশকে নাও চিনে।
খেলা শেষে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কাবাডি কোর্টের চারপাশ প্রদক্ষিণ করেন খেলোয়াড়েরা। একপর্যায়ে বাংলাদেশ জাতীয় দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াতকে কাঁধে তুলে নেন তাঁরা। গ্যালারিতে বসে ফাইনাল দেখেছেন আর্জেন্টিনা কাবাডি দলের খেলোয়াড়েরা। লিওনেল মেসির দেশের খেলোয়াড়েরা ম্যাচ শেষে তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে দুই দলকেই। সম্পাদনা: মাজহারুল ইসলাম
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
